আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার এবং বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)-এর সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিভিন্ন মহলের মতামত গ্রহণের অংশ হিসেবেই এই সংলাপ। ইতোমধ্যেই রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। এবার সেই ধারাবাহিকতায় গণমাধ্যমের সঙ্গে বসছে তারা।
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ৪০ জনেরও বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। প্রথম দিন সুশীল সমাজের ১৩ জন প্রতিনিধি ও ১৫ জন শিক্ষাবিদ অংশ নেন। তাঁরা নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর জোর দেন এবং বলেন, কার্যকর গণতন্ত্রের জন্য গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যম যাতে বাধাহীনভাবে কাজ করতে পারে, সংবাদ সংগ্রহ করতে পারে এবং ভোটের পুরো প্রক্রিয়ায় তথ্য সবার কাছে পৌঁছায়—তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।