৩০০ আসনে দলের নির্বাচনী প্রস্তুতি চলছে , ২৫৬ প্রার্থী প্রাথমিকভাবে মনোনীত: খেলাফত মজলিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৫৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করেছে খেলাফত মজলিস (Khelafat Majlis)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের (Dr. Ahmad Abdul Kader) এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সারাদেশে ২৫৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। বাকি আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।’ তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে “লড়াই হবে বাতিলের বিপক্ষে ইসলামের।”

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস আইনি ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন ও তার আলোকে আগামী সংসদ নির্বাচন আয়োজনসহ ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি ঘোষণা করে।

গাজায় হামলার নিন্দা ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি

শুরুতেই ড. আহমদ আব্দুল কাদের গাজায় ইসরাইলি বাহিনীর নৌবহরে হামলা ও শতাধিক মানবাধিকার কর্মীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি অবরুদ্ধ গাজাবাসীর মুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান ও রাজনৈতিক বাস্তবতা

তিনি বলেন, “২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক শহীদের আত্মত্যাগ ও হাজারো ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।” জনগণের প্রত্যাশা ছিল খুনি ফ্যাসিবাদী হাসিনা ও তার সহযোগীদের বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা।
তিনি অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া শুরু হলেও কাঙ্ক্ষিত গতিতে অগ্রসর হচ্ছে না। তাই “ফ্যাসিবাদের সব দোসরদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

নির্বাচনী প্রস্তুতি ও সময়সূচি নিয়ে অবস্থান

খেলাফত মজলিস মহাসচিব বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরাও চাই আগামী মাহে রমজানের আগেই নির্বাচন হোক।”
তিনি জানান, ৩০০ আসনে দলের নির্বাচনী প্রস্তুতি চলছে এবং ইতোমধ্যে ২৫৬ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবারের বৈঠকে প্রার্থীদের সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ

ড. কাদের বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন তা এখনো তৈরি হয়নি। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। পাশাপাশি দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের দাবি

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারসংক্রান্ত জুলাই সনদ–২০২৫ চূড়ান্ত করলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের স্বার্থে এ অনিশ্চয়তা দূর করা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে এবং আইনি ভিত্তি দিয়ে তা ঘোষণা করতে হবে। কিন্তু এর আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সরকার বিভ্রান্তি তৈরি করেছে।

নতুন কর্মসূচি ঘোষণা

ড. কাদের জানান, “সংস্কার নিয়ে সন্দেহ যেমন রয়েছে, তেমনি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।”
খেলাফত মজলিস ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে—
– ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ
– ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল
– ১২ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান
– ১৫ থেকে ৩০ অক্টোবর সারাদেশে সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি

তিনি দেশবাসীকে দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গঠনের” অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, আব্দুল জলিল, মুনতাসির আলী, সিরাজুল মামুন, ড. মুস্তাফিজুর রহমান ফয়সল ও প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুসহ এমপি প্রার্থী ও অন্যান্য নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *