সংস্কার ঠেকাতে গেলে জবাবদিহি করতে হবে: সতর্ক করলেন জামায়াতের নায়েবে আমির তাহের

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (Syed Abdullah Mohammad Taher)। তিনি স্পষ্টভাবে সতর্ক করেছেন—যদি প্রয়োজনীয় সংস্কারে কেউ বাধা দেন, বা বিলম্ব ঘটান, তবে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, এবং তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে।

মঙ্গলবার সকালে নিউইয়র্ক সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নসহ কিছু বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। এটা আরও তিন মাস আগেই করা যেত। আমরা সবাই নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু বাস্তবায়নে নানা অজুহাতে বিলম্ব হচ্ছে। এই বিলম্ব যদি ষড়যন্ত্রে রূপ নেয়, তাহলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে তাহের যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফিরে এসে তিনি বলেন, “যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন, অথবা সরকারের পক্ষ থেকে যারা বিলম্ব ঘটাচ্ছেন—যদি এতে নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, তবে জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে।”

জাতিসংঘের ওই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলে জামায়াতের নায়েবে আমির তাহের ছাড়াও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান (Mohammad Nakibur Rahman) যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাও সফরে ছিলেন।

তাহের বলেন, “এটা জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ সম্মেলন। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সরকারি প্রতিনিধিদলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের একসঙ্গে নেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রয়োজন, সমস্যা সমাধান ও বড় সিদ্ধান্তে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ—এটি বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।”

অধিবেশনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তাহের জানান, ফরেন মিনিস্টারদের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা নিউইয়র্কে থাকলেও সরকার তাকে (তাহেরকে) সেখানে প্রতিনিধিত্বের সুযোগ দেয়। তিনি বলেন, “স্বল্প সময়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথাও হয়েছে।”

তাহের আরও জানান, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে তিনি ইনভেস্টরস ফোরাম অব বাংলাদেশের এক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা সভাতেও যোগ দেন। এসব আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার এবং দেশে তাদের বিনিয়োগের সুযোগ বাড়াতে একটি পৃথক বডি গঠনের বিষয়েও আলোচনা হয়।

দেশে ফেরার পর বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণের আশা প্রকাশ করেন তিনি। বিমানবন্দরে তাহেরকে স্বাগত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মাদ শাহজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *