জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)–এর দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে—এ তথ্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন নুরুল হক নুর (Nurul Haque Nur)। গণ অধিকার পরিষদের সভাপতি নুর এক সাক্ষাৎকারে বলেন, ‘শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়েও চলতে হিমশিম খাচ্ছে।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক নুর আরও বলেন, ‘আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, এখনও সেখানেই আছি। তারা আমার অনেকে সহকর্মী ছিলেন, ছোট একটি পত্রিকায় চাকরি করেন। অত ভালো বেতনও না। আমরা যে মেইনস্ট্রিম মিডিয়া বলে জানি, সেখানেও তারা কেউ কাজ করেন না। কোত্থেকে কীভাবে এই লাইসেন্স দেওয়া হলো, সেটা আমি জানি না। সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছি। এতে বোঝা যাচ্ছে, সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাব দিন দিন স্পষ্ট হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘ওয়ান ইলেভেনের সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুর দিকে যেভাবে পদক্ষেপ নিয়েছিল, বিশেষ করে মানুষকে শৃঙ্খলায় আনতে যে অ্যাকশনগুলো দেখা গিয়েছিল—এই গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারে তা দেখা যায়নি। বরং দেখা যাচ্ছে পুরনো ধাঁচের ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, লোক বসানো আর প্রতিষ্ঠান দখলের প্রবণতা। ৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে—এগুলো এই সরকারের কাছ থেকে আমরা একেবারেই প্রত্যাশা করিনি।’
গণ অধিকার পরিষদের এই নেতা মনে করেন, এই পরিস্থিতির জন্য সরকারের বর্তমান নেতৃত্বকে দায়ভার নিতে হবে।
**সূত্র বার্তা বাজার/এস এইচ