আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি শাসনামলে বিরোধী দল ও মতের কর্মী-সমর্থকদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-কে প্রধান আসামি করে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেন এবং একযোগে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ বিরোধী দলের নেতাকর্মীদের অবৈধভাবে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এই কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল হিসেবে বিবেচিত হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (DGFI)-এর পাঁচ সাবেক মহাপরিচালক—লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক।