অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই—ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব (Mymensingh Press Club)-এ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সেই লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত।”
প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক।
শফিকুল আলম বলেন, “জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক আলোচনা করেছে, তবে এখন সবাই একমত হয়েছে। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলো বসে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও জানান, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করার ঘোষণা এসেছে। ওই সনদ সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। ইতোমধ্যে কয়েকটি দল প্রার্থী তালিকা বা মনোনয়ন ঘোষণা করেছে বলেও জানান তিনি।
প্রেস সচিবের ভাষায়, “বাংলাদেশ এবার সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন, কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি ও ফেয়ার। দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে সেরা নির্বাচন।”