আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান (Major General Md. Hakimuzzaman)। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে মাঠে যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, নির্বাচনের সময় সেই সংখ্যা হবে তিনগুণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crimes Tribunal) সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্য সংখ্যা আরও ৩–৪ শতাংশ বাড়বে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় তিনি গুমের শিকার হওয়া পরিবারের প্রতি সেনাবাহিনীর সহানুভূতি প্রকাশ করে বলেন, “সব অপরাধের বিচারের পক্ষে সেনাবাহিনী দৃঢ় অবস্থানে আছে এবং বিচার প্রক্রিয়া ও গুম কমিশনকে সহায়তা করে যাচ্ছে।”
মেজর জেনারেল হাকিমুজ্জামানের বক্তব্যে সেনাবাহিনীর নির্বাচনী প্রস্তুতি ও মানবাধিকার বিষয়ক অবস্থান দুটিই স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে।