লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা, বলেছেন—‘‘সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতেই রাজনীতি করতে হবে।’’ তিনি আরও জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman) প্রণীত ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জেনে তা অন্যদেরও জানাতে হবে। খুব শিগগিরই বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটি বই প্রকাশের ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনা (Netrokona) জেলার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে যুবদলের উপজেলা শাখার পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাবর।
বক্তব্যে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia) ও তার পরিবারের ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘‘অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।’’ ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘আমি নিজেও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। আল্লাহ সহায় আছেন বলেই এখনো বেঁচে আছি।’’
দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে বাবর বলেন, ‘‘দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এর নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন তালুকদার এবং পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান রনি।