সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party (NCP)) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর এক বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ রবিবার দুপুরে তার ফেসবুক পেজে সারজিসকে উদ্দেশ্য করে এক ব্যঙ্গাত্মক পরামর্শ দেন—ঘুমের ওষুধ খাওয়ার।

ঘটনার সূত্রপাত পঞ্চগড়ে অনুষ্ঠিত একটি সমাবেশে। সেখানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন সারজিস আলম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।” তার এই আক্রমণাত্মক বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়, যা নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়।

এই বক্তব্যের পরই প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, “স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে।” তিনি আরও অনুমান করেন, সারজিস হয়তো মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা ও আবেগজনিত জটিলতায় ভুগছেন। তাই ডাক্তারি পরামর্শ অনুযায়ী রিভোট্রিল ২ এমজি বা লেক্সোটানিল সেবনের পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স মাহমুদের এই পোস্ট ঘিরে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ তা রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনীতিক বক্তব্যে এমন ব্যক্তিগত মন্তব্য করা কতটা শোভন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ঘটনাটি সারজিস আলমের সাম্প্রতিক বক্তব্যে উত্তেজনার মাত্রা কতটা বেড়েছে, সেটিই আবারও সামনে এনেছে বলে অনেকে মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *