দুর্নীতি দমন কমিশনের (দুদক) (Anti-Corruption Commission) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (Miah Muhammad Ali Akbar Azizi) বলেছেন, “ছোট ছোট দুর্নীতিকে প্রশ্রয় না দিলে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয় না। যারা পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতিতে জড়ায়, তাদের অনেকের শুরুটা হয় শৈশবের ছোটখাটো অনিয়ম থেকে। তাই ঘর থেকেই শিশুদের সৎ পথে চলতে শেখাতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয়, কিন্তু আমরা কখনো কখনো তাদের প্রভু সেজে যাই।” সোমবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানির প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’ স্লোগানে আয়োজিত ওই গণশুনানিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত আছেন। আমার অনুরোধ, আপনারা সপ্তাহে অন্তত এক দিন এক ঘণ্টা সময় শিক্ষার্থীদের শুদ্ধাচার ও নৈতিকতা শেখাতে দিন। এতে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতির পথ থেকে নিজেকে দূরে রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “সরকারি কর্মচারীরা আল্লাহর দেওয়া যোগ্যতার পূর্ণ ব্যবহার করে ইমানদারির সঙ্গে নাগরিকদের সেবা দেওয়ার দায়বদ্ধতায় আছেন। যে সৃষ্টিকর্তাকে ভয় করে, সে সচেতনভাবে অন্যায় করতে পারে না।”
নিজ নিজ অবস্থান থেকে সততার চর্চার আহ্বান জানিয়ে দুদক কমিশনার বলেন, “আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বিচারক। যদি আমরা আয়ের চেয়ে বেশি উপহার বা সম্পদ নিয়ে পরিবারে ফিরি, সন্তানদের সামনে কীভাবে জবাব দেব? আমরা নিজে সৎ থাকব, পরিবারকেও সৎ পথে রাখব। দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দিতে হবে এবং পাশাপাশি মানসম্মত সেবা প্রদানের নিশ্চয়তাও দিতে হবে।”
ঝালকাঠীর জেলা প্রশাসক আশরাফুর রহমান (Ashrafur Rahman)-এর সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানিতে উপস্থিত ছিলেন বরিশাল দুদকের পরিচালক মোজাহার আলী সর্দার, ঝালকাঠীর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বার্তা বাজার/এস এইচ