হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ: ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করার বিষয়ে কারণ দর্শানোর জবাব যুক্তিযুক্ত না হওয়ায় ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন (Mymensingh District Administration)। সোমবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা।

বাতিল হওয়া পত্রিকাগুলো হলো—মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ. এম. এ. ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন. বি. এম. ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ. ন. ম. ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহদৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসন এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক বা প্রকাশকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি দৈনিক পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র ছাপা হয়। তদন্তে দেখা যায়, এসব সংখ্যা অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। এ ঘটনায় গত ১৬ এপ্রিল ১৩টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

২১ এপ্রিল সংশ্লিষ্টরা জবাবে ভুল স্বীকার করে ঘটনাটিকে “বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা” এবং “নিজস্ব মুদ্রণব্যবস্থার ত্রুটি” হিসেবে উল্লেখ করেন। তবে জেলা প্রশাসন তাদের ব্যাখ্যাকে গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত মনে করেনি।

পরবর্তীতে ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তে গিয়ে নিশ্চিত করেন যে ১১টি পত্রিকা অনুমোদিত ছাপাখানা ছাড়া অন্যত্র মুদ্রিত হচ্ছে—যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধনকরণ) আইন, ১৯৭৩–এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ফলে একই আইনের ১০ ধারার অধীনে তাদের ঘোষণাপত্র বাতিল করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, “গত ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় একদম হুবহু একই প্রতিবেদন ছাপা হয়। এটি আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। তাই তদন্ত শেষে ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম বলেন, “আমাদের পত্রিকার ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। বিষয়টি যাচাই করছি, তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।” তবে দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফ এম এ ছালাম বলেন, ‘আমাদের যদি রিভিউ করার সুযোগ থাকে, তাহলে রিভিউ করব। তা না হলে হাইকোর্টে যাব।’

এদিকে সংবাদপত্র দৈনিক জাহান এর বর্তমানে নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন বলেন, ‘পত্রিকা যখন প্রকাশ শুরু হয় তখন এ অঞ্চলে কোনো সংবাদপত্র ছিল না। গত পাঁচ-ছয় মাস আগে আমাদের ছাপাখানায় মেশিন সমস্যা দেখা দেওয়ায় অন্য একটি ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশ করছিলাম। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনও জমা দেওয়া ছিল। আমাদের ছাপাখানার মেশিন বসানোর কাজ চলছে। এর মধ্যে আজ ডিক্লারেশন বাতিলের কথা শুনতে পেরেছি। এখন কী করবো বুঝতে পারছি না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *