ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সন্দেহ, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্য কোনো দলের নামে বা অন্য প্রতীকে নয়, নিজেদের দলীয় নাম ও প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করবে—এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আগামী নির্বাচনে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই অংশ নেবে। আমরা চাইলে যে কোনো এলায়েন্সে যেতে পারি, কিন্তু এনসিপি অন্য দলের নামে কিংবা অন্য প্রতীক নিয়ে নির্বাচনে যাবে না।”

নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই মামলার রায় হতে পারে। পাশাপাশি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘এনসিপি কেন শাপলা প্রতীকই চায়?’—এমন প্রশ্নে সারজিস আলম বলেন, “প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রতীক নিজের পছন্দ অনুযায়ী ঠিক করে নিয়েছে। আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন (ইসি) আমাদের এই চাওয়া পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি।”

এ সময় চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে জানতে চাইলে সারজিস আলম বলেন, “দেশের স্বার্থে, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এনসিপি তাতে আপত্তি করবে না। কিন্তু দেশের স্বার্থ ক্ষুন্ন হলে আমরা অবশ্যই দ্বিমত জানাব।”

জেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। সভায় উপস্থিত ছিলেন এনসিপি নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *