শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের সদস্য প্রত্যাহারের নির্দেশ

জাতিসংঘের কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিচালিত শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রমে চলমান অর্থ সংকটের কারণে অংশগ্রহণকারী বাহিনীর সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই এ নির্দেশ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্প্রতি কঙ্গোতে কর্মরত বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শাহাদত হোসেন (Shahadat Hossain), পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া), কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ধরনের প্রশাসনিক কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs) করে থাকে; এখানে পুলিশের নিজস্ব কোনো সিদ্ধান্তের সুযোগ নেই বলেও তিনি জানান।

সূত্রের তথ্য অনুযায়ী, ফেরতের নির্দেশ পাওয়া মোট ১৮০ সদস্যের এই কনটিনজেন্টে প্রায় ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যেই তাঁদের দেশে ফেরার কথা। উল্লেখযোগ্য যে, মাত্র দুই মাস আগেই এই দলটি কঙ্গো মিশনে যোগ দিয়েছিল। এক পুলিশ কর্মকর্তা জানান, “আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে জানানো হয়েছে, তবে এখনো কোনো লিখিত চিঠি হাতে পাইনি।”

বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আন্তর্জাতিক সুনাম থাকা সত্ত্বেও, সাম্প্রতিক অর্থনৈতিক সীমাবদ্ধতা জাতিসংঘের পক্ষ থেকে সদস্যসংখ্যা হ্রাসের সিদ্ধান্তকে অনিবার্য করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কঙ্গোতে বাংলাদেশের উপস্থিতি সাময়িকভাবে সীমিত হয়ে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *