সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে নিমন্ত্রণ জানাতে এবার কেয়ারে যাচ্ছেন কমিশন সদস্যরা

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-কে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় ঐক্যমত্য কমিশনের নেতারা রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ যাবেন। বিএনপি চেয়ারপারসন বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে অবস্থান করছেন। সেখানেই গিয়ে কমিশনের নেতারা তাকে সরাসরি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা জানান, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, আজকের এই আমন্ত্রণ উদ্যোগ রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন রাজনৈতিক মহলের দৃষ্টি, খালেদা জিয়া ও তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নেবেন কি না, সেই সিদ্ধান্তের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *