নভেম্বরে গণভোট না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াতের শীর্ষস্থানীয় নেতা ঘোষণা করেছেন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (প্রতিনিধিত্ত্ব অনুপাতে) পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি যদি আগামী জুলাই সনদ-ে (July Charter) আগামী নভেম্বরে গণভোটের প্রস্তাব হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে দলটি সনদে স্বাক্ষর করবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের দাওয়াত করা হয়েছে। জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি, তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না।’’

এই কথা তিনি বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক সেমিনারে বলেন। সেমিনারের আয়োজক ছিল জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটি।

মুখ্য উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘‘জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে, তার মধ্যে উভয় কক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে, সেটা মেনে নিতে হবে। যদি গ্রহণ না করে, তা-ও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কীভাবে?’’

গোলাম পরওয়ার আরও সতর্ক করে দেন, ‘‘কেউ কেউ বলছেন, এক দিনে গণভোট ও নির্বাচন হবে। এক দিনে গণভোট ও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে। সে জন্য কোনোভাবে এক দিনে গণভোট করা যাবে না। নভেম্বরে গণভোট করতে হবে।’’

জামায়াতের এই নেতা একাধিক অভিযোগ তুলেছেন যে, অন্তর্বর্তী সরকারের দু-একজন উপদেষ্টা গণতন্ত্রে উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেছেন।

শেষে মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন, ‘‘এত সংস্কার করে লাভটা কী হবে, যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢোকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেওয়া হয়? প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন, তাহলে আমাদের সব রক্তদান, অভ্যুত্থান ও চার্টার বৃথা হয়ে যাবে।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *