জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দলটির পক্ষ থেকে ফেসবুকের মিডিয়া গ্রুপে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়, যা শুক্রবার ভোররাতেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত ২টা ৪ মিনিটে দলীয় মিডিয়া গ্রুপে দেওয়া বার্তায় লিখেছেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।”
ঘোষণায় আরও বলা হয়, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠান কোনো আইনি বৈধতা তৈরি করবে না, বরং এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। দলটি বহুবারই স্পষ্টভাবে জানিয়েছে যে, সনদের জন্য আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি। এনসিপির ভাষ্য অনুযায়ী, আইনি নিশ্চয়তা ছাড়া এই স্বাক্ষর অনুষ্ঠানও পূর্ববর্তী “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হতে পারে।
বার্তায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়। এতে বলা হয়, কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে এনসিপি তাদের অবস্থান পুনরায় জানাবে। দলের দাবি পূরণ হলে পরবর্তী ধাপে তারা স্বাক্ষর প্রক্রিয়ায় যুক্ত হবে।
এ ঘোষণার মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে এনসিপির অনুপস্থিতি পুরো প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে।