আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh Party – AB Party) প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Manju) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ দলের শীর্ষ নেতারা।
উত্তরাঞ্চল থেকে শুরু
প্রকাশিত তালিকায় প্রথমেই উঠে এসেছে দেশের উত্তরাঞ্চলের প্রার্থীদের নাম। পঞ্চগড়-২ আসনে আবু বকর সিদ্দিক, ঠাকুরগাঁও-২ আসনে নাহিদ রানা, দিনাজপুরের বিভিন্ন আসনে আমানুল্লাহ সরকার রাসেল, খন্দকার মাসুম ও সানী আবদুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। নীলফামারী-৩ আসনে আলতাফ হোসাইন, লালমনিরহাট-১ ও ৩ আসনে যথাক্রমে আবু রাইয়ান আশয়ারী ও ফিরোজ কবিরকে মনোনয়ন দেওয়া হয়।
রংপুর বিভাগের বিভিন্ন আসনেও একাধিক প্রার্থীর নাম এসেছে—রংপুর-১ থেকে ৬ পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনীত হয়েছেন, যাদের মধ্যে আছেন মো. আখতারুজ্জামান, আমিনুল ইসলাম, আবদুর রউফ, জাহিদুল ইসলাম, আবদুল বাসেত মারজান ও মোহাম্মদ সাদিকুল ইসলাম। এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণাও করা হয়।
মধ্য ও দক্ষিণাঞ্চলে দলের উপস্থিতি
রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলেও এবি পার্টির একাধিক প্রার্থী রয়েছেন। রাজশাহী-১ আসনে মুহাম্মদ আবদুর রহমান মুহসেনী, রাজশাহী-২ এ সাঈদ নোমান, রাজশাহী-৩ এ আফজাল হোসাইন এবং নাটোরের দুটি আসনে মোকারেবুর রহমান নাসিম ও মোকসেদুল মোমিন মনোনয়ন পেয়েছেন। সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া অঞ্চলেও বেশ কয়েকজন প্রার্থী তালিকায় আছেন, যেমন সাব্বির হোসেন তামিম, আনোয়ার সাদাত টুটুল, শাহ আবদুর রহমান, আবদুল মজিদ মোল্লা প্রমুখ।
খুলনা বিভাগেও এবি পার্টি প্রার্থীদের নাম ঘোষণা করেছে—চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন আসনে মোট ১৫ জনের বেশি প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শেখ মাসুদুল আলম, জিএম সালাউদ্দিন শাকিল ও শেখ আবিদ হোসেনসহ অনেকেই।
বরিশাল থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত প্রার্থী তালিকা
দলের ঘোষিত তালিকা দক্ষিণাঞ্চল ও রাজধানী অঞ্চলেও বিস্তৃত। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের বিভিন্ন আসনে মেজর (অব.) আবদুল ওহাব মিনার, আসাদুজ্জামান ফুয়াদ, ফয়সাল খান ও শেখ জামাল হোসেনের মতো পরিচিত নাম রয়েছে।
ঢাকা বিভাগে এবি পার্টি মনোনয়ন দিয়েছে একাধিক নতুন মুখকে। মানিকগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার মোট ২০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ঢাকা-৪ আসনে শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা-৫ এ লুৎফর রহমান আব্বাসী, ঢাকা-৯ এ বিএম নাজমুল হক, ঢাকা-১০ এ নাসরীন সুলতানা মিলি, এবং ঢাকা-১৭ এ ফারাহ নাজ সাত্তারসহ বেশ কয়েকজনকে প্রার্থী করা হয়েছে।
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও কুমিল্লা জেলার একাধিক আসনে এবি পার্টির প্রার্থী মনোনয়ন পাওয়া গেছে। চট্টগ্রাম অঞ্চলে একাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা প্রার্থী হয়েছেন—লে. কর্নেল (অব.) দিদারুল আলম চট্টগ্রাম-৫, মো. গোলাম ফারুক চট্টগ্রাম-৮, আর খাগড়াছড়ি পার্বত্য জেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে ফারজানা আলমকে মনোনয়ন দেওয়া হয়।
নারী প্রার্থী কম, ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে নারী প্রার্থীর সংখ্যা কম থাকার বিষয়ে চেয়ারম্যান মঞ্জু বলেন, “নারীরা রাজনীতিতে এখনও কিছুটা পেছনে থাকতে চান। আমাদের সমাজে নারীদের প্রার্থী হওয়া বা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রবণতা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী তালিকায় আরও ৮ থেকে ১০ জন নারী প্রার্থী যুক্ত হতে পারেন।
ভবিষ্যৎ জোট রাজনীতি নিয়ে ইঙ্গিত
প্রার্থী ঘোষণার সময়ই মঞ্জু ইঙ্গিত দেন, এবি পার্টি বিএনপি (Bangladesh Nationalist Party – BNP)-র সঙ্গে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না। বরং তারা এনসিপি (Nationalist Citizen Party – NCP) ও অন্যান্য মধ্যবর্তী দলগুলোর সঙ্গে একটি নতুন জোট গঠনের সম্ভাবনা খতিয়ে দেখছে।
তিনি জানান, “গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও জেএসডি—এর পাশাপাশি এবি পার্টি, এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।”
দলটি নিজেদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, “আমরা এখনো অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি। কিন্তু দলের কার্যক্রম বিস্তৃত হলে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।”