পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাইতে হাত হারানো আতিকুলের কৃত্রিম হাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চে উঠে পড়েন কয়েকজন জুলাইযোদ্ধা (July Fighters)। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন অনেকে, আর সেই সংঘর্ষের মধ্যেই ঘটে এক হৃদয়বিদারক দৃশ্য—পুলিশের লাঠিচার্জে খুলে যায় ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো তরুণ আরজে আতিকুল গাজীর কৃত্রিম হাত।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন জুলাইযোদ্ধারা। আজ সকালে সাড়ে ১০টার দিকে তারা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তি সহ তিন দফা দাবিতে মঞ্চে প্রবেশ করে অবস্থান নেন। সেখানে শুরু হয় তীব্র স্লোগান ও বিক্ষোভ। জুমার নামাজ শেষে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, টায়ারে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই সংঘর্ষের ভেতরেই ছিলেন আরজে আতিকুল গাজী—ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো ১৯ বছর বয়সী তরুণ। পুলিশের লাঠির আঘাতে তার কৃত্রিম হাত খুলে পড়ে রাস্তায়। ঘটনাটির একটি ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আতিকুলের পেছনের গল্পও কম বেদনাদায়ক নয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগের পরদিন বিকেলে উত্তরা পূর্ব থানার কাছে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে আন্দোলনকারীরা, পরে তার স্বজনেরা রাজধানীর পাঁচটি হাসপাতালে ঘুরে বেড়ান চিকিৎসার আশায়। শেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হলে ৭ আগস্ট তার হাতে অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়। এরপর থেকেই কৃত্রিম হাত লাগিয়ে জীবনযুদ্ধে টিকে ছিলেন আতিকুল।

আজকের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা (Tasnim Jara) ফেসবুকে আতিকুলের আগের একটি লেখার অংশ শেয়ার করে লিখেছেন, “আজকের এই ছবি দেখে আতিকুলের লেখা কিছু কথা মনে পড়লো।” সেখানে আতিকুল লিখেছিলেন—“আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান, তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন।”

তার সেই পোস্টটি তখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) তার ভেরিফায়েড আইডি থেকে শেয়ার করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *