সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক (Dr. Shahdeen Malik) বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সংসদের হাতে ন্যস্ত। তিনি স্পষ্টভাবে জানান, কেউ জোর করে দাবি করতে পারে না যে ‘আমি যেটা বলছি সেটাই সংবিধান’। তার মতে, আইনের দৃষ্টিকোণ থেকে এমন ‘উদ্ভট’ ধারণার কোনো ভিত্তি নেই।
সম্প্রতি এক গণমাধ্যমের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যারা কথা বলছেন, তারা আসলে কী বোঝাতে চাচ্ছেন, সেটি স্পষ্ট নয়। “শুধু বলা হচ্ছে এটার আইনি ভিত্তি থাকবে, কিন্তু সেটা কোথায়—তা ব্যাখ্যা করা হয়নি,” মন্তব্য করেন তিনি।
ড. শাহদীন মালিক বলেন, “যেকোনো আইন প্রণয়নের ক্ষমতা সংসদের। আর সংসদ অনুপস্থিত থাকলে সেই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। কিন্তু জুলাই সনদ তো কোনো আইন নয়; সনদে যেভাবে বলা হয়েছে, তা আইনের ভাষায় কিছুই প্রকাশ করে না।”
তিনি আরও ব্যাখ্যা করেন, রাষ্ট্রপতি চাইলে এটিকে অধ্যাদেশ হিসেবে জারি করতে পারেন, কিন্তু সেটিও দীর্ঘস্থায়ী নয়। তার ভাষায়, “ধরে নিলাম রাষ্ট্রপতি এটাকে অধ্যাদেশ হিসেবে জারি করলেন। কিন্তু অধ্যাদেশ হলো নির্দিষ্ট সময়ের জন্য প্রণীত খণ্ডকালীন আইন, যা নতুন সংসদ বসলে আপনা-আপনি বিলুপ্ত হয়ে যায়। অতএব, এখন অধ্যাদেশ জারি করলেও সেটা টেকসই হবে না।”