জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party-NCP)-এর একটি প্রতিনিধিদল রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন (Election Commission) কার্যালয়ে যাবে। শনিবার (১৮ অক্টোবর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১১টায় নির্বাচন কমিশনে উপস্থিত থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তবে প্রতিনিধিদলটির সফরের উদ্দেশ্য নিয়ে দলীয়ভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্ব থেকে উদ্ভূত এনসিপি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনা/সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটি তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে এবং এ প্রতীক বরাদ্দের বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের দাবি, ‘শাপলা’ প্রতীক তাদের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই, তাই এটি কোনো দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
এর আগে গত ৯ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)-এর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকেও কোনো সমাধান আসেনি। বৈঠক শেষে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধনও হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি। নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু তারা এখনো কোনো স্পষ্ট জবাব দেননি।”
অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার বরিশাল সার্কিট হাউসে এক আলোচনা সভায় স্পষ্টভাবে জানান, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আমরা আগেও বলেছি, আবারও বলছি—এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইন ও নীতিমালায় এমন কোনো প্রতীক নেই।”
শনিবার (১৮ অক্টোবর) বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও নির্বাচন কমিশনের অবস্থান এখনও সমান্তরাল রেখায় রয়েছে—কোনো পক্ষই আপসের ইঙ্গিত দিচ্ছে না। এমন অবস্থায় আবারো একটা ঘটাকে পরিস্থিতি তৈরী হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।