প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় কমিউনিস্ট পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমরা আগেও বলেছি, আবারও বলছি—এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীকের কোনো উল্লেখ নেই।”
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তাঁর ভাষায়, “আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে অন্তত দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।”
বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় কমিশনের চলমান প্রস্তুতি এবং নির্বাচন ঘিরে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, অতীতের মতো এবারও একই ধরনের নির্বাচন হবে না। তাঁর ভাষায়, “বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এবার তেমন কিছু হবে না। আসছে নির্বাচন সম্পূর্ণ ভিন্ন ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে।”
সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়।”
সিইসির এই বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, প্রতীক বরাদ্দ এবং নিষিদ্ধ দলের অংশগ্রহণ—সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে দেশের নানা প্রান্তে।