দুর্নীতির অভিযোগে তদন্তাধীন ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহ রায় (Subhash Chandra Singh Roy) ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলী (Momota Hena Lovely)।
সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের (Dhaka Metropolitan Senior Special Judge Court) বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন ল্যাফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ হাবিবুর রহমান খান ও তার স্ত্রী হাবিবুর রহমান খানের নামেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ, এবং মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদকেও তালিকায় রাখা হয়েছে।
দুদক সূত্র জানায়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। সংস্থাটির মতে, তারা যে কোনো সময় দেশ ত্যাগ করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন—এই আশঙ্কাতেই আদালতের কাছে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত দুদকের এই আবেদন মঞ্জুর করেন এবং তদন্তের স্বার্থে উল্লিখিত ১০ জনের বিদেশ গমন সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।