চট্টগ্রাম নগরের বন্দর থানার বে-টার্মিনাল এলাকা থেকে শামীম মাসুদ খান (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র মতে, শামীম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি বর্তমানে “সাকুরা ট্রান্সপোর্ট এজেন্সি”-তে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালে হলেও তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের বন্দর আবাসিক এলাকার বড়পোল অঞ্চলে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে বে-টার্মিনালের পাশে এক তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল করিম বলেন, “তথ্য পেয়ে হালিশহর থানা পুলিশ প্রথমে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থল আমাদের থানার আওতায় পড়ায় তদন্তভার আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার হাত-পায়ের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা না খুন—দুইটি দিকই খতিয়ে দেখা হচ্ছে।”
পরিবার সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হওয়ার আগে মাকে জানান যে তিনি একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। বের হওয়ার সময় তার মোবাইলে একটি কল আসে, এবং তিনি সেই কলার-এর সঙ্গে দেখা করতে যাওয়ার কথাও মাকে বলেছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, “বে-টার্মিনাল এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।