পিস্তল ঠেকিয়ে ছিনতাই, পরে গৃহবধূ জানালেন দুল ছিল ইমিটেশন

ফরিদপুরে ভোরবেলা রাস্তা ঝাড়ু দেওয়ার সময় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেলে আসা দুই যুবক। তবে ছিনতাইকারীরা যেটিকে স্বর্ণালঙ্কার মনে করেছিল, সেটি ছিল নকল বা ইমিটেশন গহনা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুরো ঘটনার ভিডিও ধরা পড়ে পাশের মুদি দোকানের সিসিটিভিতে।

ভুক্তভোগী গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫), স্থানীয় বাসিন্দা বিষু দাসের স্ত্রী। তিনি প্রতিদিনের মতো স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামের মুদি দোকানের সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই যুবক এসে হামলা চালায়। ছিনতাইয়ের পুরো ঘটনা মাত্র দেড় মিনিটে ঘটে।

গৃহবধূ মঞ্জু রানী বলেন, “হঠাৎই ওরা দুজন মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়ায়। একজন আমার কানের দুল টান দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই অপরজন পিস্তল বের করে বলে, চিৎকার করলে গুলি করে দেবে। আমি ভয় পেয়ে নিজেই অপর দুল খুলে তাদের হাতে দিই।”

গৃহবধূর স্বামী বিষু দাস জানান, তিনি সেদিন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। পরে স্ত্রী তাকে ডেকে তোলে এবং ঘটনা জানান। দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হন পুরো বিষয়টি। ভিডিওতে দেখা যায়, সকাল ৬টা ১০ মিনিটে দুই যুবক মোটরসাইকেলে এসে হামলা চালায়। পেছনে বসা যুবক প্রথমে এক দুল টান দিয়ে নেয়, সামনের যুবক পিস্তল তাক করে রাখে। পরে গৃহবধূ নিজে অপর দুল খুলে দেয়।

তিনি আরও জানান, “এ এলাকাতেই কয়েকদিন আগে অম্বিকাপুর বাদিয়াপাড়া এবং শোভারামপুর ফুলতলা এলাকায় একই কায়দায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ছিনতাইকারীদের দ্রুত না ধরলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার (Faridpur Kotwali Police Station) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সব ধরনের তদন্ত চলছে। খুব শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *