চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার চত্বরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. রায়হান (২৬) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রূপন নাথ (Rupan Nath)।
গ্রেপ্তার রায়হান হাটহাজারী পৌরসভার ফটিকা ৬ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরীর বাড়ির মো. আবুল কালামের ছেলে। তিনি হাটহাজারী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির (Islami Chhatra Shibir)-এর সভাপতি ছিলেন বলে জানা গেছে।
হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী’র (Shoaib Chowdhury) দাবি , “রায়হান একসময় শিবিরের কলেজ শাখার সভাপতি ছিলেন, তবে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই।”
ভিডিও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া (Monzur Kader Bhuiyan) জানান, মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় স্কুলছাত্র তানভির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে নেওয়া হচ্ছিল। তখন থানার ভেতরে ছবি ও ভিডিও ধারণ করতে যান রায়হান। পুলিশ সদস্যরা তাকে নিষেধ করলে তিনি উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হন এবং কর্তব্যরত কর্মকর্তাদের কাজে বাধা দেন। এসময়ই তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, রায়হানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (University of Chittagong)-এর চাকসু নির্বাচনের ভোট গণনার সময় ১ নম্বর গেট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।