অনেক উপদেষ্টাকে জেলে যেতে হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ

দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh Party – AB Party)-এর সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Asaduzzaman Fuad)। তার দাবি, দেশের অনেক উপদেষ্টাকেই ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের জন্য জেলে যেতে হতে পারে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি (Rangpur Public Library)-র হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তীব্র আক্রমণ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “যদি ব্যর্থতার তালিকা করা হয়, তাহলে তাকে গোল্ড মেডেল দেওয়া উচিত।”

“স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়”

ব্যারিস্টার ফুয়াদের মতে, “বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন কখনোই সম্ভব নয়।” তিনি মনে করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখা দরকার, যিনি নিরপেক্ষ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

তার অভিযোগ, “স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়াকে ভিন্নখাতে নিতে চাইছেন। অপরাধীদের এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে আনা হচ্ছে, সাজসজ্জাও হলিউড অভিনেতাদের মতো। অথচ সাধারণ মানুষকে রাখা হচ্ছে কাশিমপুরের মতো কারাগারে।”

“গোপন তথ্য ভারতের কাছে বিক্রি, লেফটেন্যান্ট জেনারেলরা পালিয়েছে”

এ সময় ব্যারিস্টার ফুয়াদ আরও দাবি করেন, “ডিজিএফআইয়ের চার-পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল ভারতে পালিয়ে গেছেন এবং দেশের গোপন তথ্য শত্রুর কাছে হস্তান্তর করেছেন।”

তার ভাষায়, “ভারত সরকারের সহযোগিতায় তারা এখন বিলাসবহুল জীবন যাপন করছেন।”

শিক্ষা উপদেষ্টার প্রশংসা, সমাজকল্যাণে দুর্নীতির অভিযোগ

শিক্ষা উপদেষ্টার কিছু কার্যক্রমের প্রশংসা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ায় তাকে ধন্যবাদ জানাই।”

তবে তিনি অভিযোগ করেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থায় দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে, যা সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।”

উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে দৃষ্টি আকর্ষণ

উত্তরাঞ্চলের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, “এই অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তুললে বেকারত্ব হ্রাস পাবে, মাদক থেকে দূরে থাকবে তরুণ সমাজ।”

তিনি বলেন, “অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি খেলাধুলার প্রসার এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।”

মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব (Mahbubur Rahman Mahbub), কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *