মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ: পরিবার বলছে, সন্দেহ ইসকনের দিকেই

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী (Mufti Muhibullah Madani) নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে তিনি একাধিকবার হুমকিমূলক উড়ো চিঠি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, সম্প্রতি জুমার খুতবায় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন (ISKCON) নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই তার বাবাকে অজ্ঞাত উৎস থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আব্দুল্লাহ বলেন, “জুমার নামাজে বাবা ইসকন নিয়ে বক্তব্য রাখার পর থেকেই বিভিন্ন চিঠির মাধ্যমে ভয়ভীতি দেখানো হচ্ছিল। বিষয়টি তিনি মসজিদ কমিটিকেও জানিয়েছিলেন।”

বুধবার সকালে স্বাভাবিকভাবে ঘর থেকে বের হলেও সকাল ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। কিন্তু সাড়ে ১১টার পর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের দাবি, “আমাদের দৃঢ় সন্দেহ, হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের কিছু দুর্বৃত্তই তাকে অপহরণ করে থাকতে পারে।”

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান (Md. Wahiduzzaman) বলেন, “নিখোঁজ মুফতি মুহিবুল্লাহ মাদানীর সন্ধানে পুলিশ কাজ করছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের ট্র্যাকিং চলছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।”

নিখোঁজ এই ধর্মীয় ব্যক্তিত্বের ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া ও আহ্বান জানাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *