জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা করেছে নির্মম গণহত্যা: মাহিন সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-এর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার বক্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি বলেছেন, জামায়াতের অতীত কর্মকাণ্ড কোনো ‘সামান্য ভুল’ নয়— এটি এক ভয়াবহ গণহত্যা

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা মাহিন সরকার লেখেন, “জামায়াতে ইসলামীর কারণে এ দেশের মানুষ সামান্য কষ্ট পায়নি। কিংবা তারা শুধু কিছু ভুল করেছে— এমন নয় যে, এখন তাদের শর্তহীন ক্ষমা করা উচিত। তারা যা করেছে, তা হলো গণহত্যা।”

ডা. শফিকুর রহমানের ‘অতীতের ভুল’-এর জন্য ক্ষমা চাওয়ার বক্তব্যকে উল্লেখ করে মাহিন সরকার প্রশ্ন তোলেন, “যদি সত্যিই সেটা কেবল ভুলই হতো, তবে স্বাধীনতার পরবর্তী সংবিধান সংস্কারের সময় তারা কেন গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করেছিল?”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন যথেষ্ট সচেতন। তারা জানে কে দেশের শত্রু, কে গণহত্যাকারী। অতীতে যারা এ দেশের মাটিতে রক্তের দাগ রেখে গেছে, তাদের প্রতি জনগণের অবস্থান কখনো নরম হবে না বলে মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *