উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে মুখ খুললেন ফাওজুল কবির খান, দিলেন অধ্যাদেশের প্রস্তাব

অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে বিএনপি (BNP), জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens Party – NCP)। যদিও কোনো দল সরাসরি কোনো নাম উল্লেখ করেনি, তবুও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে—প্রতিটি দলের সন্দেহের তীর ভিন্ন ভিন্ন উপদেষ্টার দিকে নির্দেশ করছে।

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (Muhammad Faozul Kabir Khan)। শুক্রবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে সুস্পষ্ট অবস্থান জানিয়ে এই বিতর্কের ‘নিষ্পত্তি’ চেয়েছেন। একই সঙ্গে তিনি প্রস্তাব করেছেন, এমন একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে যাতে অন্তবর্তী সরকারের কোনো উপদেষ্টা ভবিষ্যতের নির্বাচিত সরকারের অধীনে কোনো লাভজনক পদে নিয়োগ পেতে না পারেন।

ফাওজুল কবির খান বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। তিনি তার পোস্টে বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের তিনটি ফটোকার্ড শেয়ার করে সেই ক্যাপশনে নিজের বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে বা সিদ্ধান্ত নিতে অভ্যস্ত নই। সবসময় কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও যেহেতু প্রশ্ন উঠেছে, এর নিষ্পত্তি প্রয়োজন।”

এরপর তিনি প্রস্তাবনা হিসেবে লেখেন, *“অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, বিশেষ সহকারী ও চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের (যে দলই সরকার গঠন করুক না কেন) কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না—এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করি। তবে শর্ত থাকে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *