জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens Party – NCP)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwari) নিজের পদত্যাগের খবরকে “গুজব” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমি এনসিপির সাথেই আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবো।”
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া তার পদত্যাগের খবরকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
পদত্যাগের গুজব কীভাবে ছড়ালো—এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। অথচ সত্যিকারের অনুসন্ধানী সাংবাদিকতা হওয়া উচিত যেখানে দুর্নীতির শিকড় লুকিয়ে আছে সেখানে।”
তিনি আরও বলেন, “আগের আমলের মতো বর্তমান সরকারেও সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র পর্যন্ত একই ধরনের দুর্নীতির ধারাবাহিকতা চলছে। আমাদের মিলিটারি ও পুলিশে যে সংস্কারগুলো হয়েছে, সংস্কার কমিশনের রিপোর্টে যেসব বিষয় উল্লেখ আছে—সেগুলো নিয়ে অনুসন্ধান করা উচিত, ব্যক্তিগত গুজব নয়।”
নাসীরুদ্দীন পাটওয়ারী গুজব ছড়ানো সাংবাদিকতার তীব্র সমালোচনা করে বলেন, “রাতের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।”
তিনি আরও অভিযোগ করেন, “কিছু ব্যবসায়িক গোষ্ঠী, যাদের নিজস্ব পত্রিকা ও টিভি চ্যানেল রয়েছে, তারা এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে যারা সুস্থ সাংবাদিকতা করতে চান, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে “সুস্থ ধারার রাজনীতি” চর্চার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগ করেছেন—এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গুজব বলে স্পষ্টভাবে জানায় এনসিপি।


