সরকার নয় তো শক্তিশালী বিরোধী দল—আগামী নির্বাচনে এনসিপির লক্ষ্য স্পষ্ট করলেন সারজিস আলম

আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন না করলে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন ঘোষণাই দিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনসিপি কখনোই জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজধানীর সভায় ভবিষ্যৎ রূপরেখা

সারজিস আলম জানান, খুব শিগগিরই—দু-এক দিনের মধ্যেই—ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আর আগামী নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠন শেষ করার লক্ষ্য রয়েছে দলটির। তিনি স্পষ্ট করেন, এসব কমিটি রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে নয়, সংশ্লিষ্ট শাখার নিজস্ব সভার মাধ্যমে গঠন করতে হবে।

তার মতে, এই কাঠামো গঠনের মাধ্যমেই আগামী নির্বাচনে ‘শক্তিশালী দুটি দলের একটি’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে এনসিপি। আর আগামী দুই বছরের মধ্যে ‘সবচেয়ে সেরা দল’ হয়ে ওঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

নেতৃত্বে বয়সসীমা ও নৈতিক মানদণ্ড

কমিটি গঠনের ক্ষেত্রে বয়স ও নৈতিকতার উপর জোর দেন সারজিস আলম। জেলা ও থানা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে ৪০ বছরের বেশি, আর সদস্য সচিব হতে পারবেন যিনি অন্তত ৩৫ বছর বয়সী।

তিনি বলেন, আওয়ামী লীগের পদবিধারীরা কিংবা জুলাই মাসের আন্দোলনের বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবেন না। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘ইমেজ খারাপ’ ব্যক্তি, ক্ষমতা কিংবা পদপদবির অপব্যবহারকারীদের এনসিপিতে অন্তর্ভুক্ত করা হবে না।

ফ্যাক্টচেক ও আদর্শিক পরিচ্ছন্নতা

দলে যোগ দিতে ইচ্ছুকদের ব্যাপারে প্রয়োজনে ‘ফ্যাক্টচেক’ করার পরামর্শ দেন সারজিস। তবে অন্য দলের যেসব সদস্যের ‘ক্লিন ইমেজ’ রয়েছে, তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন। তবে, এক্ষেত্রে শর্ত একটাই—তাদের পূর্বের দলের আদর্শ তারা আর লালন করতে পারবেন না।

তিনি একাধিকবার গুরুত্ব দিয়ে বলেন, দলে শুধু পদে আসীন হওয়ার জন্য নয়, আদর্শিক দায়বদ্ধতা নিয়েই আসতে হবে। কেননা, ক্ষমতা নয়, রাজনৈতিক নৈতিকতা দিয়ে দলকে এগিয়ে নিতে চায় এনসিপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *