শাহবাগে আর্থিক লেনদেন নিয়ে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমন্বয় সভার ফাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বংশাল থানা এনসিপির এক কর্মী ইউসুফ আহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মারমারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কনভেনশন হলের তৃতীয় তলায় দলটির ঢাকা মহানগর ও জেলা শাখার সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে তুমুল কথাকাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে উত্তপ্ত পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে চেয়ার ও লাঠি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই ঘটনায় কিল-ঘুষির শিকার হয়ে বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ইউসুফকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়।

টাকা না ফেরত দেওয়ার অভিযোগেই মূল দ্বন্দ্ব

ঘটনার পেছনে থাকা আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধানে জানা গেছে, তিন মাস আগে বংশাল থানা এনসিপির কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে জড়ান। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার নেতা রিয়ান (Riyan)-এর কাছে যায়। অভিযোগ, রিয়ান তখন বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন, কিন্তু পরে তা ফেরত দেননি। এমনকি ওই নেতাদের আটকে রাখারও চেষ্টা করেছিলেন তিনি।

বংশাল থানা এনসিপির নেতা সৌরভ জানান, “দুই মাস আগে ব্যবসার কাজে মোহাম্মদপুরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন বংশালের ইমতিয়াজ। তখন এনসিপির মোহাম্মদপুর থানা নেতা রিয়ান আমাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি আমরা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam) কে জানাই।”

সৌরভ বলেন, “আজকের সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হলে আমরা টাকা চাই। সে অস্বীকার করে, তখন উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরাও প্রতিরোধ করি।”

পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা উভয় পক্ষকে শান্ত করেন এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী সভায় সমাধানের আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *