নির্বাচনের তফসিলের আগেই ‘শেষ খেলা দেখাবে’ এনসিপি: ঘোষণা নাসীরুদ্দীন পাটোয়ারীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময় নতুন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, তিনি নিজ জন্মস্থান চাঁদপুর-৫ কিংবা রাজধানীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এনসিপি “শেষ খেলা” দেখাবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বড় রাজনৈতিক দলের প্রচারণার শক্তি অনেক বেশি হলেও এনসিপি ইতিমধ্যেই সক্রিয়ভাবে মাঠে নেমেছে। তার ভাষায়, “আমরা আগে থেকেই কাজ শুরু করেছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে এনসিপি শেষ খেলা দেখাবে।”

ছাত্র রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তফসিল ঘোষণার আগে যদি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন, তবে এনসিপি অবশ্যই তাদের দলে আহ্বান জানাবে।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দেন, নতুন জোট বা নতুন নেতৃত্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে একই দিন ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংবিধান পরিবর্তনের আগপর্যন্ত বর্তমান সংবিধানই আমাদের অনুসরণ করতে হবে। তিনি মনে করেন, “সংবিধানের কিছু জটিলতা থেকেই মাজারে হামলার মতো ঘটনা ঘটছে।”
তিনি সকলের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষার আহ্বান জানিয়ে বলেন, “কারো ওপর আক্রমণ নয়, বরং সকলের অধিকার নিশ্চিত করতে হবে।” এছাড়া, আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক মহলে নাসীরুদ্দীন পাটোয়ারীর এই ঘোষণা এনসিপির আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে দলটি তফসিলের আগেই নিজেদের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিতে চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *