“শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে অবশ্যই নেব”— জানালেন খালেদ মহিউদ্দিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) যদি ইন্টারভিউ দিতে আগ্রহী হন, তবে তিনি সেই ইন্টারভিউ নিতে দ্বিধা করবেন না— এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন (Khaled Muhiuddin)। তিনি আরও বলেন, এমনকি যদি এ ধরনের ইন্টারভিউ আইনসঙ্গত না-ও হয়, তাহলেও তিনি তা গ্রহণ করবেন।

সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন খালেদ মুহিউদ্দীন। তিনি বলেন, ‘আমি একটা বিষয় আবিষ্কার করলাম— আইনের মধ্যেও একটা জায়গা রয়েছে।’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি কোনো বেআইনি কাজ করতে চাই না, এটা আমি আগেই বলি। কিন্তু আইন অনুযায়ী, যদি কোনো ভিকটিম মনে করেন যে কোনো টেলিভিশন বা সংবাদমাধ্যমে উপস্থাপিত কোনো বিষয় তার পূর্ববর্তী ট্রমাকে আরও বাড়িয়ে দিতে পারে, তাহলে সেটি বেআইনি হবে। এই বিষয়টি শুধু বাংলাদেশের আইনেই নয়, আমেরিকা (America) সহ অন্যান্য অনেক দেশের আইনেও প্রযোজ্য।’

তবে আলোচনায় তিনি একটি জোরালো বক্তব্য দেন— ‘অনেকেই বলেন, আমেরিকার টেলিভিশনে তো অনেক নিষিদ্ধ লোকের সাক্ষাৎকার দেখানো হয়। কিন্তু কেউই একটি নির্দিষ্ট উদাহরণও দিতে পারেন না। নিষিদ্ধ কোনো ব্যক্তির সাক্ষাৎকার কোনো মার্কিন গণমাধ্যমে প্রচারিত হয়েছে— এমন নজির নেই।’

এরপরই তিনি স্পষ্ট করে বলেন, ‘এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান, সেটা যদি আইনে পুরোপুরি কভার না-ও করে, তবুও আমি সেই ইন্টারভিউ নেব।’

সাংবাদিকতার নৈতিকতা, আইনের সীমাবদ্ধতা ও ব্যক্তিগত অবস্থান নিয়ে তাঁর এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তিনি সাংবাদিকতার নীতিগত অবস্থান তুলে ধরছেন, অন্যদিকে রাষ্ট্রের সাবেক শীর্ষ নেতৃত্বের সাক্ষাৎকার গ্রহণের প্রতি তাঁর আগ্রহও প্রকাশ পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *