জামায়াত প্রার্থীর কাছ থেকে মাইক ছিনিয়ে নিলেন নিজ দলের কর্মীরা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চান্দিনা উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের জনসভায় হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। দলীয় এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তার হাত থেকে মাইক কেড়ে নিয়েছেন স্বয়ং তারই দলের কিছু স্থানীয় নেতাকর্মী।

ঘটনাটি ঘটে সোমবার সকালবেলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা বাসস্টেশনে আয়োজিত এক গণমিছিল ও সমাবেশ চলাকালে। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছিল ‘৫ দফা গণদাবি’ আদায়ের লক্ষ্যে। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের নানা দাবির পক্ষে আওয়াজ তোলা।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বক্তব্য চলাকালে হঠাৎ করেই কয়েকজন কর্মী মঞ্চে উঠে এসে মুশাররফ হোসেন (Musharraf Hossain)-এর হাতে থাকা মাইক ছিনিয়ে নেন। ঠিক কী কারণে এমন বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলো, তাৎক্ষণিকভাবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বক্তব্যের ভাষা বা বক্তব্যে প্রকাশিত কোনও মতবিরোধ থেকেই এ প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াত (Comilla North District Jamaat)-এর আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ একাধিক স্থানীয় নেতৃত্ব।

এখনও দলীয়ভাবে এ ঘটনার কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এমন প্রকাশ্য বিব্রতকর পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে অভ্যন্তরীণ কোন্দলের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি কেবল তুচ্ছ ভুল বোঝাবুঝি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *