এনসিপির প্রভাব ব্যর্থ হওয়ায় পাঁচ উপদেষ্টাকে ট্যাগ করা হচ্ছে: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টাকে এনসিপি (NCP)–র নিয়ন্ত্রণে আনতে না পেরে এখন তাদের ‘ট্যাগিং’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে লেখেন, এনসিপির পক্ষ থেকে যেসব উপদেষ্টাকে বিভিন্ন দলের প্রতি পক্ষপাতদুষ্ট বা বায়াসড হিসেবে অভিযুক্ত করা হচ্ছে, সেই পাঁচজন উপদেষ্টাই সরকারের টিকে থাকার প্রধান ভিত্তি। তিনি দাবি করেন, “এই উপদেষ্টারা সরকারে না থাকলে ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এক ঘণ্টার জন্যও ক্ষমতায় থাকতে পারবেন না। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত টিকে আছে তাদের বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কৌশলের কারণে।”

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের সব সদস্যের যোগ্যতা বিচার করলে এই পাঁচজনই সবচেয়ে দক্ষ ও কার্যকর প্রমাণিত হবেন। রাশেদ খান জানান, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্যবিশিষ্ট লিয়াজোঁ কমিটির পরামর্শেই এই পাঁচজনসহ বাকিদের নির্বাচন করা হয়েছিল। “সম্ভবত এই পাঁচজনকে এনসিপির আজ্ঞাবহ করতে না পারায় এখন তাদের ট্যাগিং করা হচ্ছে,”—বলেন তিনি।

ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের রাজনৈতিক দলে বিভক্ত হিসেবে চিহ্নিত করা হলে তা দেশের স্থিতিশীলতা ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খান। তার মতে, উপদেষ্টাদের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, যাতে তারা নিজেদের ভুলগুলো সংশোধন করেন। কিন্তু তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন বানচাল ও সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা (Sheikh Hasina) ও ভারত যে চক্রান্ত করছে, সেই ফাঁদে পা দিলে ফ্যাসিবাদবিরোধী শক্তির কেউই রক্ষা পাবে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *