নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য: ড. এম সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য এখন আর অস্পষ্ট নয়, তা হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন—এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন (Brigadier General (Retd.) Dr. M Sakhawat Hossain)।

সোমবার দুপুরে ভোলার (Bhola) চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরে তিনতলা বিশিষ্ট টার্মিনাল ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন পরিষ্কার—আমরা নির্বাচন করছি। নির্বাচন কমিশনের অধীনেই সম্পূর্ণ নির্বাচন হবে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। কমিশন যখন শিডিউল দেবে, তখন সরকারের একমাত্র কাজ হবে সহযোগিতা করা। এর বাইরে সরকারের কোনো ভূমিকা নেই।”

চরাঞ্চলের জেলে সমাজ, নৌযাত্রা, ও ঐতিহ্যবাহী স্টিমার চালু করার বিষয়ে গুরুত্ব দিয়ে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “একসময় পদ্মায় প্রচুর ইলিশ ধরা পড়ত। এখন তা কমে চাঁদপুর হয়ে ভোলায় এসে পৌঁছায়। বর্তমানে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলাতেই। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে চালাতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। আমাদের লক্ষ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা, এবং আমরা সেটিই করছি।”

তিনি আরও জানান, ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র কার্যকর যোগাযোগ মাধ্যম নৌপথ। এই পথের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য বেতুয়া নদীবন্দরে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। “এমন একটি টার্মিনাল ভবন আমার চোখে বাংলাদেশের কোথাও পড়েনি,”—বলেন উপদেষ্টা।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “এ টার্মিনালটি আপনাদের, এটিকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্বও আপনাদের। দেশের ঐতিহ্য রক্ষায় শতবর্ষী প্যাডেল স্টিমার আবার চালু করা হয়েছে। এটি আমরা ঢাকা-বরিশাল রুটে চালাবো, তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা রুটেও চলবে।”

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Inland Water Transport Authority – BIWTA)-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান।

এছাড়াও, নৌবাহিনী, পুলিশ বাহিনী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেদিন বিকেল ৪টার দিকে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনেরও উদ্বোধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *