মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমন্বয় সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে আয়োজিত এই সভায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ (Chhatra League) ও জামায়াতের নেতাদের উপস্থিতির অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ওমর ফারুক। তিনি মঞ্চে উপস্থিত ছাত্রলীগ নেতাকে “দালাল” বলে সম্বোধন করে প্রশ্ন তোলেন, “এখানে ছাত্রলীগের দালাল কেন? জামায়াত কেন?”
এ সময় সারজিস আলম চেয়ার থেকে উঠে এসে তাকে শান্ত হতে বলেন, “আপনার কথা পরে শুনব, সভার পরে কথা বলুন।” কিন্তু ওমর ফারুক পাল্টা বলেন, “আমরা এখানকার স্টেকহোল্ডার। এটি এনসিপির প্রগ্রাম, এখানে ছাত্রলীগের দালালদের জায়গা কেন?”
এর জবাবে সারজিস আলম বলেন, “জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, সমস্যা আপনারই।” কথোপকথনের এই পর্যায়েই হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সারজিস আলম ওমর ফারুককে পাশে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলেন, যেখানে তাদের মধ্যে তর্ক আরও তীব্র হয়।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ওই সময় সারজিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন, তবে সাংবাদিকরা তা মানতে অস্বীকৃতি জানালে তিনি তাদের প্রতিবাদের মুখে পড়েন।
ঘটনার একপর্যায়ে ওমর ফারুক সারজিসকে উদ্দেশ করে বলেন, “যখন আপনাদের আমাদের দরকার হয়, তখন আমাদের ডাকেন; কিন্তু মঞ্চে জায়গা দেন দালালদের।”
এই বাগবিতণ্ডার কারণে সভায় সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।


