মোঃ তারেক রহমান (Mohammad Tarek Rahman), অনলাইন একটিভিস্ট ও ‘আমজনতা’ দলের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-এর বিপক্ষে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত নির্ভর করছে একটি শর্তের ওপর—একটি ইউটিউব পোলের ফলাফলের উপর ভিত্তি করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
‘Tarek’s Time’ নামক নিজের ইউটিউব চ্যানেলে মোঃ তারেক রহমান একটি অনলাইন ভোটাভুটি চালু করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ঠিক করছেন—তারেক রহমান না শফিকুর রহমান, কে হবেন জনগণের পছন্দ। তিনি জানান, যদি এই ভোটে তিনি এগিয়ে থাকেন, তাহলে সরাসরি জামায়াত আমীরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উক্ত পোলটির ক্যাপশনে তিনি লিখেছেন, “মুফতি আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বেশিরভাগ নাগরিক আমজনতার দলকে সমর্থন করেন। শুধু জামাতিরা অপছন্দ করে। আসুন জনমত যাচাই করি।” এমন মন্তব্যে স্পষ্ট, তিনি শুধু রাজনৈতিক লড়াই নয়, জনসমর্থনের প্রতিচ্ছবি হিসেবেই এই ভোটকে দেখছেন।
এখন পর্যন্ত পোলটিতে অংশ নিয়েছেন প্রায় ১১০০ জন, যেখানে ৬১ শতাংশ ভোট পেয়েছেন মোঃ তারেক রহমান। এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে জামায়াত আমীরের বিরুদ্ধে তার মনোনয়ন একপ্রকার নিশ্চিত বলেই দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান এখন পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হননি। তবু জামায়াতের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা এই ব্যক্তির বিরুদ্ধে একজন অনলাইন একটিভিস্টের সরাসরি চ্যালেঞ্জ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। https://www.youtube.com/post/Ugkx1BRLG-ZoMWwxhONgkAAyKCCf25XVpBBZ


