১৫ নভেম্বরের মধ্যেই সব নির্বাচনী প্রস্তুতি শেষের নির্দেশ ড. ইউনূসের

আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। একই সঙ্গে দেশের ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার ভাষায়, “দেশের ভেতরে ও বাইরে কিছু শক্তি রয়েছে, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। পতিত স্বৈরাচার ও তার দোসররা চায় না দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোটের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলছে বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, “বাংলাদেশের ইতিহাসে সব নির্বাচনের মধ্যে এই নির্বাচন হবে অন্যতম সেরা। তবে নির্বাচন বানচালের চেষ্টা ভেতর ও বাইরে থেকে হতে পারে। বড় শক্তি বা ছোট গোষ্ঠীগুলো বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হতে পারে। এমনকি আকস্মিক আক্রমণের ঘটনাও ঘটতে পারে। কিন্তু যত বাধা-ঝড়ই আসুক না কেন, আমাদের তা অতিক্রম করতেই হবে।”

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এবারের নির্বাচন ইতিহাসে ‘ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *