“আওয়ামী লীগ ভোটে না এলেও কিছু যায় আসে না” — প্রেস সচিব শফিকুল আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ভোট বর্জনের ইঙ্গিত দেওয়ার পর এ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)। তাঁর ভাষ্য, “আওয়ামী লীগ ভোটে অংশ না নিলেও তাতে আমাদের কিছু যায় আসে না।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ও ভোট বর্জনের হুমকির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন, “আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল…সেই অনুযায়ী কেউ কেউ হয়তো-বা দু-একটা ডলার পান, এই তো।”

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম The Independent, Reuters এবং AFP শেখ হাসিনার একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশ করেছে। রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ করেন, তাঁর দল আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ না দেওয়া হলে তারা ভোট বর্জন করতে পারে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, “তাঁরা মনে করছেন না এতে কোনো সমস্যা হবে।” একইসঙ্গে তিনি যোগ করেন, “শেখ হাসিনার অতীতের কর্মকাণ্ড সাংবাদিকদের মনে রাখা উচিত।”

সাক্ষাৎকারের বিষয়ে প্রেস সচিব আরও বলেন, “শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। এছাড়া অন্তত দুটি আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।”

তিনি উল্লেখ করেন, “একটি লোকাল মিডিয়ার রিপোর্টেও দেখা গেছে, আইসিসিতে (ICC) তাঁর দল একটি ক্লেইম করেছে। কিন্তু তাতে শেখ হাসিনার ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখ নেই। এটিকে একপক্ষীয় তথ্য উপস্থাপন বলা যায়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

এ প্রসঙ্গে আরও বলেন, “আওয়ামী লীগ দাবি করছে, চার শতাধিক মানুষ মারা গেছে। সেই তথ্যও যাচাই-বাছাই ছাড়া উপস্থাপন করা হচ্ছে। এটি একরকম আনকনটেস্টেড (একপক্ষীয়) প্রোপাগান্ডা।”

শফিকুল আলম অভিযোগ করেন, “দেশের টাকা চুরি করে তারা ইউকের সবচেয়ে দামি ল ফার্মকে নিয়োগ দিয়ে এসব প্রচার চালাচ্ছে। দুঃখের বিষয় হলো, দেশের কিছু মানুষও তা প্রমোট করছে।”

সাক্ষাৎকার বিষয়ে সরকারের নির্দিষ্ট অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, “সাক্ষাৎকারটা এখনো পড়িনি। পড়ে মন্তব্য করব। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে এ বিষয়ে মন্তব্য করতে পারবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *