জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party) জুলাই সনদে স্বাক্ষর না করেও কীভাবে তার প্রস্তাবগুলো বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে চলে এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান (Dr. Zahedur Rahman)। আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি বিশ্লেষণী ভিডিওতে তিনি বলেন, “এটা কি পাতানো খেলা নয়?”
জাহেদ উর রহমানের বক্তব্য অনুযায়ী, জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) সম্প্রতি যে সুপারিশ পেশ করেছে, তাতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের সুস্পষ্ট দিকনির্দেশ রয়েছে। কিন্তু এই সনদে এনসিপি স্বাক্ষর করেনি। তবু কমিশনের সুপারিশে দলটির প্রস্তাবগুলোকে ‘শিরোধার্য’ করে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “ঐকমত্য কমিশনের সুপারিশ থেকে এটা পরিষ্কার যে, সরকারই জুলাই সনদ জারি করবে। অর্থাৎ, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এটি কার্যকর হবে এবং তাতে কোনো ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) থাকবে না। সেটি যে একতরফা সিদ্ধান্ত, তা বলার অপেক্ষা রাখে না।”
ডা. জাহেদ বলেন, “আমি বহুবার বলেছি, এনসিপি সংখ্যার দিক দিয়ে গুরুত্বপূর্ণ না হলেও, এ দলে তরুণদের একাংশ ও পরিচিত অনেক মুখ আছে। এ কারণে দলটিকে একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু এর মানে এই নয় যে তারা যা বলবে সেটাই হয়ে যাবে, তা-ও আবার কাউকে স্বাক্ষর না করিয়ে!”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, “ঐকমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, তাতে স্পষ্টভাবে এনসিপির সাজেশন অনুসরণ করা হয়েছে এবং তাতে বাকি দলগুলোর সম্মতি আদায়ের কোনো চেষ্টাই হয়নি। বরং তাদের স্বাক্ষর ছাড়াই বাস্তবায়নের পথে হাঁটা হচ্ছে। এটা একধরনের পাতানো খেলা হতে পারে।”
তিনি আরো যোগ করেন, “আমার মনে হয়, এখন একটা খেলা জমিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যেখানে কিছু দল, বিশেষ করে এনসিপি, নেপথ্য চালক হয়ে উঠছে, আর বাকিদের মতামত উপেক্ষা করা হচ্ছে।”


