উপদেষ্টা ফাওজুল -রিজওয়ানা – মাহফুজ আলমের জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার উপরের পদের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে গঠিত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ কমিটি বিলুপ্তির প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division)।

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত পরামর্শ দিতে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ (Salehuddin Ahmed)।

কমিটিতে সদস্য ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (Muhammad Faozul Kabir Khan) ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম (Md. Mahfuz Alam)। এছাড়া সদস্য ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (Syeda Rizwana Hasan)।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কমিটি বাতিলের মাধ্যমে জনপ্রশাসনে নিয়োগ ও বদলি প্রক্রিয়া এখন সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে কমিটি বিলুপ্তির কারণ বা পরবর্তী কাঠামো নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠনের পূর্ববর্তী ও পরবর্তী সব প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে প্রশাসনের কর্মকর্তা পদায়ন, বদলি ও শৃঙ্খলাবিষয়ক পরামর্শ প্রদানের ক্ষমতা আর কমিটির হাতে থাকছে না।

কিছু উপদেষ্টা তাঁদের প্রভাব খাটিয়ে বদলি ও পদোন্নতিতে হস্তক্ষেপ করছিলেন বলে অভিযোগ ওঠে। এতে এসএসবি–র নিরপেক্ষ ভূমিকা ক্ষুণ্ন হয়। একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা অভিযোগ করেন, “যোগ্যতার চেয়ে পরিচয়ই হয়ে দাঁড়ায় মূল মানদণ্ড।” এমনকি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি’র নেতারাও এমন অভিযোগ তুলে তাদেরকে সরিয়ে দেবার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *