গণভোটের প্রস্তুতি নিতে নির্দেশ নির্বাচন কমিশনের

রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপের মধ্যে এবার গণভোটের সম্ভাবনা নিয়ে কার্যকর প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এ প্রেক্ষিতে সংস্থাটি দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বিভাগের প্রতি নির্দেশ দিয়েছে—যে কোনো সময় গণভোটের সিদ্ধান্ত এলে তারা যেন পূর্ণ প্রস্তুত থাকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভোট সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন (AMM Nasir Uddin) ও অন্যান্য নির্বাচন কমিশনাররা এই নির্দেশনা দেন। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed) এবং সরকারের মোট ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে গণভোট প্রসঙ্গটি সরাসরি না উঠলেও, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। কমিশনাররা বলেন, গণভোট কবে হবে, সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি আলাদাভাবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে সিদ্ধান্ত যেভাবেই আসুক, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকতে হবে আগেই।

ইতোমধ্যে আসন্ন সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ইসি। যদি গণভোট একই সঙ্গে আয়োজনের সিদ্ধান্ত হয়, তবে অতিরিক্ত ভোটকেন্দ্র স্থাপন করতে হবে বলে উল্লেখ করা হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

একইসঙ্গে, দুটি ভোট একসঙ্গে হলে ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা দিয়েছে কমিশন। তাই অর্থ মন্ত্রণালয় (Finance Ministry)-কেও বাড়তি বাজেট প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত সরকারের। আমরা কেবল সম্ভাব্য প্রস্তুতির দিকগুলো আগেভাগে নিশ্চিত করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *