জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা এবং পরিচিত অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে রহস্যজনক সাইবার হামলার ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম (Faham Abdus Salam), ঢাকা মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন (Rabiul Islam Nayon), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম (Mansura Alam), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম (Abidul Islam), তানভীর আল হাদী মায়েদ, চেমন ফারিয়া ইসলাম মেঘলা ও আবু জার গিফারী ইফাত।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনের বেলায় হঠাৎ করেই তাদের ফেসবুক আইডিগুলো অদৃশ্য হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ সময় আরও দেখা যায়, পরিচিত কয়েকজন অ্যাক্টিভিস্টের অ্যাকাউন্টও একই ধরনের হামলার শিকার হয়েছে। তবে আক্রান্তদের কেউ কেউ কিছু সময়ের মধ্যেই তাদের আইডি পুনরায় সক্রিয় করতে সক্ষম হন।
এদিকে, ‘রেড জুলাই-সাইবার ফোর্স’ (Red July Cyber Force) নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে, তারাই এসব ফেসবুক আইডি ও পেজে হামলা চালিয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করেছে। শুধু তাই নয়, তারা আরও কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানোর হুমকিও দিয়েছে।
এই সাইবার হামলার ঘটনায় অনলাইন কর্মী মহলে আতঙ্ক দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে সক্রিয় তরুণ নেতারা বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


