“সংকটের জন্য অন্তবর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী”: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য সরাসরি অন্তবর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলন (Ganosanghati Andolon)-এর জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে—যা হওয়ার হয়ে গেছে। এখন দয়া করে সেই সমস্যাগুলো সমাধান করুন, যাতে সবাই মিলে নির্বাচনের পথে এগিয়ে যেতে পারি। এই সংকট মিটিয়ে আমরা যেন জনগণের কল্যাণে একসাথে কাজ করতে পারি।”

বিএনপি মহাসচিবের কণ্ঠে এদিন ছিল উদ্বেগ ও প্রত্যাশার মিশেল। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “আজকে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে, সেটি এই অন্তবর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনের তৈরি। তবে আমি বিশ্বাস করি, এই সংকট কেটে যাবে। কারণ, এ দেশের মানুষ কখনই পরাজয় মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।”

তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, এই দেশটা আমাদের—এই মানুষগুলো আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেটিকে প্রতিহত করতেই হবে। ভিন্ন দল, মত কিংবা পথ থাকলেও ‘সবার আগে বাংলাদেশ’—এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।”

অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি পুনরায় বলেন, “আপনারা নিজেরাই যে জায়গা তৈরি করেছেন, সেটি এখন পরিষ্কার করুন। আমরা যেমন অতীতে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব—কিন্তু দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”

এ সময় ফখরুল জানান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Manju) যেভাবে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি তা গ্রহণ করেছেন। “গত কয়েক বছরে আমরা একসাথে কাজ করে যে ঐক্য ও সংহতি গড়ে তুলেছি, তা এখন এক নতুন শক্তিতে পরিণত হয়েছে। প্রবীণ-তরুণ সবাই মিলেই এ ঐক্যের ভিতকে আরও মজবুত করছে,” বলেন তিনি।

নিজের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আমি ব্যক্তিগতভাবে কখনো হতাশাবাদী ছিলাম না, রাজনীতিতেও নই। আমি বিশ্বাস করি, ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই।”

এ সময় তিনি জোনায়েদ সাকি (Junaid Saki)-এর নেতৃত্বে গণসংহতি আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য (Nagorik Oikya)-এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (Revolutionary Workers Party of Bangladesh)-এর সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *