রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় টকশো উপস্থাপক জিল্লুর রহমান (Zillur Rahman) সরাসরি ভাষায় বলেছেন, “এই সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না।” সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি সরকারের নিরপেক্ষতা, প্রশাসনের সঙ্গে সম্পর্ক এবং নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জিল্লুর রহমান বলেন, “প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না। সরকারকে নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না। এই সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না।”
তিনি আরও উল্লেখ করেন, “সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখি। যে সরকার পুলিশকে তেমন গুরুত্ব দেয় না, সে সরকার কীভাবে ভালো নির্বাচন করবে?”
বর্তমান প্রেক্ষাপটে সরকারের অবস্থানকে ইঙ্গিত করে জিল্লুর রহমান বলেন, “যে সরকার ও সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছেন- ‘ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না’। সেই সরকারের প্রধানই এখন বলছেন- ‘যেকোনো সময় বড় আঘাত আসতে পারে।’”
এই ধরণের বিবৃতিকে তিনি জনমনে ভয় ছড়ানোর কৌশল হিসেবে দেখছেন। তার ভাষায়, “এমন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত না তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা।”
প্রফেসর মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর সাম্প্রতিক একটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, “প্রফেসর ইউনূস কয়েকদিন আগেও বলেছেন ‘এখন নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে। পুলিশ এখনো তৈরি হয়নি।’ পুলিশ কি এখনো তৈরি হয়েছে?”
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা (Sheikh Hasina)-র এক সাক্ষাৎকার প্রসঙ্গে আলোচনা করে তিনি বলেন, “ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই। উনি ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করেছেন। মুখে তিনি যাই বলেন না কেন, তার কনফিডেন্স লেভেটা শুন্যের কোটায় গেছে।”
সমগ্র আলোচনাজুড়েই জিল্লুর রহমান সরকারের সক্ষমতা, প্রশাসনের সহযোগিতা এবং জনভয়ের বাস্তবতা নিয়ে একটি সংশয় ও উদ্বেগের চিত্র তুলে ধরেছেন।


