আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য এটি কমিয়ে রাখা হয়েছে ২ হাজার টাকায়।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। কমিটির প্রধান এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কমিটির সেক্রেটারি এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সাংবাদিকদের সামনে মনোনয়ন প্রক্রিয়া ও দলীয় অবস্থান তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি আগামী ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করবে। তিনি আরও বলেন, “জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষপাতী যে কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়টি উন্মুক্ত রয়েছে।” এ প্রসঙ্গে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নাকচ না করে বরং ৯ দলীয় একটি বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত দেন তিনি।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের পদ্ধতি প্রসঙ্গে বিস্তারিত জানান ডা. তাসনিম জারা। তিনি বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন—প্রথমত, দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে, এবং তৃতীয়ত, দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে। প্রার্থীরা এসব মাধ্যম ব্যবহার করে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।
দলের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতারা। এনসিপি নির্বাচনকে সামনে রেখে তাদের রাজনৈতিক কার্যক্রম ও কৌশলগত অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে।


