চব্বিশের শহীদ পরিবারের সদস্যরা বিএনপির সঙ্গে একযোগে কাজের ঘোষণা, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপি (BNP)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দলটির সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমান ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত ছিলেন।

সাক্ষাৎকালে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ সেবন্তী— যিনি ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন— এবং শহীদ ফয়সাল আহম্মেদ শান্ত’র বাবা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও চব্বিশের আন্দোলনে আহত মো. ফারহান জামিল বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারা জানান, ২০২৪ সালের ঐতিহাসিক গণআন্দোলনে পরিবারের প্রিয়জনদের আত্মত্যাগ শুধু একটি সরকার পতনের জন্য ছিল না, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সংগ্রাম ছিল তা। সেই পথচলায় তারা বিএনপির সঙ্গে সম্পূর্ণ একমত এবং এই রাজনৈতিক দলটির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং সদ্য বিএনপিতে যোগদানকারী শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

চব্বিশের বর্ষা বিপ্লব ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী মোড়। সেই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে জাতীয় পুনর্গঠনের যাত্রায় যুক্ত হচ্ছেন—এটি বিএনপির জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি দেশের বর্তমান রাজনীতিতেও এক নতুন বার্তা বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *