জাতীয় নির্বাচনের আগে গণভোট আর পিআর এর দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণার সিদ্ধান্ত জামায়াতের

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি মানতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে আন্দোলনরত আট দল। দাবি মানা না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় আয়োজিত জনসভা থেকে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলে জানিয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা আসে।

বৈঠকে নেতারা বলেন, তারা বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনা করতে চায়, কিন্তু বিএনপি (BNP) এখনো তাদের আহ্বানে সাড়া দেয়নি। এতে প্রশ্ন তোলেন তারা— “বিএনপি যদি আলোচনায় না বসে, তবে তারাই আলোচনার আহ্বান জানাক। আমরা জনগণের স্বার্থে তাতে অংশ নেব। তবে কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে পরিণত করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে আট দল। সেই সমাবেশ থেকেই পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।

জাগপা (JAGPA)-র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন:
– বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ
– ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ
– বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল
– বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী
– বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী
– জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন
– বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি এবং অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন

নেতারা জানান, তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকার বা প্রধান রাজনৈতিক দলগুলোর দিক থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ না এলে আন্দোলন আরও কঠিন রূপ নিতে বাধ্য হবে। তাদের ভাষায়, “গণভোট কোনো বিকল্প নয়—এটি জাতীয় নির্বাচনের পূর্বশর্ত।”

আট দলের নেতারা জনগণকে এই সমাবেশে যোগ দিয়ে তাদের দাবি সমর্থন করার আহ্বান জানান। তাদের মতে, এ দাবি শুধু রাজনৈতিক নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *